chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

ডেস্ক নিউজঃ আগের মতো আর রসায়ন জমছে না এমবাপ্পে-নেইমারের। এবার এ বিষয়ে মুখ খুললেন এমবাপ্পে নিজেই।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে দুই বড় তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে মপলিয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দুজনের সরাসরি কথার লড়াই দেখেছে পুরো বিশ্ব।

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে এমবাপ্পে জানালেন, ‘নেইমারের সঙ্গে এটি আমার ষষ্ঠ বছর। আমাদের দুজনের সম্পর্ক সবসময়ই এমন। শ্রদ্ধার জায়গা ঠিক রেখে এটি কখনও উষ্ণ, আবার কখনও শীতল। তার জন্য আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং দলে তার প্রভাবও অনেক।’

দুজনের মূল সমস্যার গুঞ্জন শুরু মূলত পেনাল্টি নেওয়াকে ঘিরে। পরে পিএসজির কোচ নিশ্চিত করেছেন দলের এক নম্বর পেনাল্টি টেকার এমবাপ্পে, দ্বিতীয়টি নেবেন নেইমার। তবে মোনাকোর বিপক্ষে ম্যাচে প্রথম পেনাল্টিই নেন নেইমার এবং গোলও করেন।

এবার জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি পেলে কী হবে জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘আমি জানি না (কে পেনাল্টি নেবে), দেখা যাবে। আমাদের দেখতে হবে ম্যাচ চলাকালীন কী অবস্থা আছে। আমি প্রথম পেনাল্টি টেকার বলে আমাকেই সব নিতে হবে এমন নয়। সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে।’

 

 

এই বিভাগের আরও খবর