chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে অটোরিকশা চাপায় শিশু নিহত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় মুনতাহা (৭) নামে এক শিশু প্রাণ হারায়।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টেক্সটাইল গ্রীন ভিউ আলামিন মসজিদ এর সামনে এই ঘটনা ঘটে।

বাবা-মায়ের সাথে টেক্সটাইল গেটের গ্রীণ ভিউ আবাসিক এলাকায় থাকতেন নিহত মিশু মুনতাহা। নিহতের পিতা সুজন নগরের একটি বায়িং হাউসে কাজ করেন।তাদের গ্রামের ফেনী জেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে যায় মুনতাহা। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, অটোরিকশা চাপায় প্রাণ হারানো শিশুটির পরিবার এই ঘটনায় মামলা দায়ের করলে অভিযুক্ত রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও খবর