রাখাইন পরিস্থিতি কারো জন্য মঙ্গলজনক নয়: জয়শঙ্কর
ডেস্ক নিউজঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি কারো জন্যই মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি ওই মন্তব্য করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, রাখাইন পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে কি না- তা নিয়ে শঙ্কা আছে। তারা (ভারত) বলেছেন, ভারতও লক্ষ্য করছে যে সেখানে কিছুটা অশান্তি বিরাজ করছে। কারো জন্যই এটি মঙ্গলজনক নয়। ‘
পররাষ্ট্র সচিব বলেন, ইউক্রেন-রাশিয়া সংকটের জন্য সারা বিশ্বে বিরূপ প্রভাব এসেছে। সবাই এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আমাদের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি করতে পারি যাতে সংকট মোকাবেলায় আমরা আরো একসঙ্গে কাজ করতে পারি সেই বিষয়েও কিছুটা আলোচনা হয়েছে।