chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি বিদেশি সিগারেট জব্দ

বন্দরে মিথ্যা ঘোষণায় দিয়ে আনা এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চালানে ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এ চালানটিতে মন্ড ও ক্যাবালো পিউর ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের (এআইআর) ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল লিমিটেড চীন থেকে এক কন্টেইনার ‘টেক্সটাইল রঞ্জক পদার্থ’ আমদানির ঘোষণা দেন। কন্টেইনারগুলো বন্দরে আসার পর আমাদের সন্দেহ হয়। আজ সোমবার আমরা কন্টেইনারটি পরীক্ষা করি। কন্টেইনার খোলার পর টেক্সটাইল ডাই স্টাফের জায়গায় মন্ড ও ক্যাবালো পিউর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

চালানটিতে ৮৪৯ প্যাকেজে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। চালানটিতে প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর