chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই পক্ষের মারধরে জখম চবি ছাত্রলীগ কর্মী, ক্যাম্পাসে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনায় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। প্রাথমিক চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে শিক্ষার্থীদের ।

আজ সোমবার (৫ আগস্ট) বেলা ১২টায় শহীদ মিনার প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটেছে।

সহকারী প্রক্টর শহীদুল ইসলাম গণমাধ্যমকে মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

ভুক্তভোগীর নাম মির্জা সফল প্রধান শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী বলে জানা গেছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। অভিযোগ, তাকে মারধর করেছেন সিএফসি গ্রুপের কর্মীরা।

মারধরের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

এই গ্রুপের কর্মীদের দাবি, সিএফসি গ্রুপের কর্মী মেহেদী হাসানের নেতৃত্বে ১০/১২ জন মির্জা সফলকে মেরে আহত করেছে। অভিযুক্ত মেহেদী হাসান রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দীন সুমন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘একটা ছেলের ওপর আঘাত হয়েছে। আমরা এটাকে গ্রুপিং হিসেবে ধরছি না। মনে হচ্ছে, তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল। ছেলেটিকে ব্যাপক আঘাত করেছে। আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

চখ/জুইম/আরাফ

এই বিভাগের আরও খবর