chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ চোরাকারবারি আটক

ফেনীতে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গাসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার সময় ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় পাকা রাস্তায় অভিযান চালিয়ে এসব ভারতীয় কাপড়সহ তাকে আটক করা হয়। তাছাড়া চোরাই মালামাল বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আটক চোরাকারবারির নাম মো. শাহ আলম (২৮)। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বিজয়করা এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

উদ্ধার করা মালামালের মধ্যে ৪২ টি পাটের বস্তা ও ৪ টি প্লাস্টিকের বস্তায় রাখা চোরাইকৃত ২ হাজার ৮শ ৮০ পিস ভারতীয় শাড়ি, ২শ ৩৫ পিস লেহেঙ্গা এবং ১শ পিস থ্রিপিস রয়েছে।

রবিবার রাতে র‌্যাবের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক/কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় আনয়নপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা জানিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর