chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্মাণসামগ্রী ফুটপাতে ,৭ জনকে জরিমানা চসিকের

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাতজনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার থেকে বড় পোল পর্যন্ত পোর্ট কানেকটিং রোডের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫০টি দোকানের অংশ ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর