chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সোমালিয়ায় আল-শাবাবের হামলা, নিহত ১৯

ডেস্ক নিউজঃ সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ওই এলাকার বাসিন্দারা জানান, বালাডওয়েন শহর থেকে মহাসের দিকে যাওয়া কয়েকটি খাদ্য বোঝাই ট্রাকে হামলা চালানো হয়। স্থানীয়রা আরও জানান, ‘গতরাতে সন্ত্রাসীরা নির্বিচারে নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে। কতজন নিহত হয়েছে তা আমাদের জানা নেই’। এএফপিকে একজন জানান, তবে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

দেশটির একটি হোটেলে পর্যটকদের জিম্মি করার দুই সপ্তাহ পর নতুন করে আবার হামলা চালাল এ জঙ্গি এ সংগঠনটি।

রাজধানী মোগাদিশুর ওই হোটেলে জিম্মির ঘটনায় ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, বেলেদবিনে ও ম্যাসাস শহরের মাঝামাঝি আফার-ইরদোদ গ্রামের পাশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ নাশকতা চালায় আল-শাবাব।

এ সময় দুই শহরের মধ্যে সংযোগকারী রাস্তা থেকে আটটি গাড়ি আটক করে এর যাত্রীদের গুলি করে হত্যা করে তাদের দেহ আগুনে পুড়িয়ে ফেলে ওই জঙ্গিরা। সূত্রঃ এএফপি

এই বিভাগের আরও খবর