chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা কাল পর্যন্ত চলবে

ডেস্ক নিউজঃ সারাদেশে বৃষ্টির এই প্রবণতা কাল সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ-কালের পর মধ্যে এক-দুই দিন বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রোববার (৪ সেপ্টেম্বর ) সকালে বলেন, ‘আজ ও কাল দেশজুড়ে বৃষ্টি হতে পারে।’ আবহাওয়াবিদ ওমর ফারুক আরো বলেন, ‘একটা ভয়াবহ গরমের অনুভূতি অনেক দিন ধরে বিরাজ করছিল। দেশজুড়ে বৃষ্টির কারণে এখন তা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে।’

গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

এই বিভাগের আরও খবর