বাঁশবাড়িয়া সমুদ্র উপকুল থেকে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় বাঁশবাড়িয়াস্থ সন্দ্বীপ ঘাট হতে প্রায় ৬শত মিটার দুরের সাগর উপকুল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে,শনিবার বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। এসময় মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড শাখার সহযোগিতায় পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করেন কুমিরা নৌ পুলিশের এসআই চাঁদ মিয়া। তিনি জানান, বিকালে স্থানীয়দের মাধ্যমে বাঁশবাড়িয়া সাগর উপকুলে জোয়ারে ভেসে আসা অর্ধগলিত এক যুবকের মৃতদেহের খবর পাই।
টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যুবকের লাশটি ৪/৫ দিন আগের।
চখ/আর এস