chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সদরঘাটে নকল ক্যাবল কারখানায় ডিবির অভিযান, আটক ৫

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গোপন সোর্সের এ খবরে মোঘলটুলি এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে নকল ক্যবল তৈরির সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। পাশাপাশি ওই কারখানা থেকে ৮০ কয়েল ক্যাবল, ক্যাবল তৈরিতে ব্যবহৃত ৩০ কেজি তামার তার, ৪ টি পিতলের সিল জব্দ করা হয়।

আজ শনিবার বিকালে গণমাধ্যমে প্রেরিত নগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটকৃতরা হলেন- ঝালকাটির রলচিটি থানার ভাংগা দেওলা এলাকার কামাল উদ্দিন মজুমদারের ছেলে জহিরুল ইসলাম (২৭), লক্ষীপুর সদর থানার কালিরচর এলাকার শাহজাহান মাঝির ছেলে মো. মামুন (২৮), একই থানার ধর্মপুরের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ ফরহাদ (২৩), লক্ষীপুরের পিয়ারপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে রসুল আমিন জিহাদ (১৯) ও লাহারকান্দির জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ রুবেল (২৮)।

সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, একটি বাসায় আটককৃতরা বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল বৈদ্যুতিক তার) তৈরি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের আটক এবং ক্যাবলগুলো উদ্ধার করি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর