chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নাইতের কেইচ্ছা রাবার বাগানের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সংঘঠিত এ দুর্ঘটনায় ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যুবকের নাম মুহাম্মদ কোরবান আলী প্রকাশ গুরা মিয়া (৩৭)। সে কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফজল করিমের ছেলে। তাছাড়া ওই ঘটনায় আহতরাও একই এলাকার বাসিন্দা। তারা হলেন রফিকের ছেলে মুহাম্মদ জয়নাল (২৮) ও মৃত নুর আলমের ছেলে আবুল ফয়েজ (৩৫)।

জানা গেছে, সৌদি আরব যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত কাজে শনিবার সকালে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওয়ানা হন গুরা মিয়া।

তার মোটরসাইকেলটি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নাইতের কেইচ্ছা রাবার বাগানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাকেলের সাথে সংঘর্ষ হয়।

এতে দুটি মোটর সাইকেলে থাকা তিনজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলম।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর