chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোটি ব্যবসা পূর্ণ করল ‘কার্তিকিয়া টু’!

ডেস্ক নিউজঃ প্রথম পাঁচ দিনে ১০০ হিন্দি ও তেলেগু সংস্করণ মিলিয়ে ‘কার্তিকিয়া টু’ আয় করে ২৫ কোটি ৭০ লাখ রুপি।

গত ১১ আগস্ট মুক্তির পর আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এর দুই দিন পর প্রায় কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পায় তেলেগু ছবি ‘কার্তিকিয়া টু’। অল্প কয়েক দিন হলেও মুক্তির পর ব্যাপক সাড়া পায় ছবিটি। ধীরে ধীরে হলসংখ্যা বাড়তে থাকে।

প্রথম দিন মাত্র সাত লাখ রুপি দিয়ে শুরু করা, পরে প্রতিদিন গড়ে আড়াই কোটি রুপি আয় করতে থাকে। মাত্র ৩০০ হল দিয়ে যাত্রা শুরু করা ছবিটি পরে ১ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ছবিটির আয় ১০০ কোটি রুপি পূর্ণ হয়েছে।

 

এই বিভাগের আরও খবর