chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিলেটে পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন-বিয়ানীবাজারের চারখাই এলাকার লুৎফুর রহমান (৭০), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও অটোরিশার চালক ইউনুস মিয়া (৩৫)।

ওসি বলেন, বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজনের মৃত্যু হয়।”

এ ঘটনায় আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রফিকুল।

 

এই বিভাগের আরও খবর