অব্যাহত থাকতে পারে বৃষ্টি
ডেস্ক নিউজ: সারাদেশেই বৃষ্টি ,তাপমাত্রাও অনেকটা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে। বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা কমেছে। শনিবার (৩ সেপ্টেম্বর ) বাকি অংশ থেকেও তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
চট্টলার খবর/ মুক্তা