জুরি পুরস্কার জিতল বাংলাদেশের ‘আদিম’
ডেস্ক নিউজঃ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি ‘আদিম’।
গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে পরিচালক যুবরাজ শামীমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘আদিম’ যুবরাজ শামীমের প্রথম সিনেমা। চলতি বছরের মস্কো উৎসবে ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও।
প্রথম ছবিতেই মস্কো উৎসবের মতো নামি আসরে পুরস্কার জিতে ভীষণ উচ্ছ্বসিত যুবরাজ।গতকাল (২ সেপ্টেম্বর ) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ছবিটির পরিচালক যুবরাজ শামীমের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
মস্কো থেকে হোয়াটসঅ্যাপে তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। ভীষণ সম্মানিত বোধ করছি।’
চট্টলার খবর