সীতাকুণ্ডে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় অজ্ঞাত পরিচয়ে ট্রেনে কাটা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহরাব হোসেন বলেন, মরদেহটি রেললাইনে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানায় ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
-চট্টলার খবর/ইফতেখার