chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীর তিন স্থানে কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

চট্টলা ডেস্ক : শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার তিনটি স্থানে হতদরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সরকার কর্তৃক পরিচালিত ওএমএস বোয়ালখালী পৌরসভার কালুরঘাট, গোমদণ্ডী ফুলতল ও থানা রোড তুলাতল এলাকায় খোলা বাজারে এসব চাল বিক্রি করছে। আগ্রহী ক্রেতারা জনপ্রতি দৈনিক ৫ কেজি করে চাল কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম ও বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর