কোটি টাকার প্রস্তাব ফেরালেন কার্তিক!
ডেস্ক নিউজঃ বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ কার্তিক আরিয়ান।সম্প্রতি একটি পান মশলার বিজ্ঞাপনের জন্য ৮ থেকে ৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় অভিনেতাকে। তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন।
সমাজে বাজে প্রভাব ফেলে এমন কোনও দ্রব্যের প্রচার করতে রাজি নন ‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত এই নায়ক। নিজের নীতির বিরুদ্ধে কাজ করতে নারাজ তিনি। এজন্যই বড় অঙ্কের প্রস্তাবেও এই কঠিন সিদ্ধান্ত নায়কের। তবে কার্তিকই প্রথম নয় তামাক ও পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে এর আগেও সরে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার, যশ, অল্লু অর্জুন। এবার সে খাতায় নাম লেখালেন কার্তিক আরিয়ান।
চট্টলার খবর/সাজেদা