chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে তিনদিনে ৩৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান :

চট্টলা ডেস্ক : সারা দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ফের অভিযানের নির্দেশ দেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের টানা তিন দিনের অভিযানে মোট ৩৫টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

সর্বশেষ আজ বুধবার (৩১ আগষ্ট) নতুন করে ৩৯টি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শণ করে ৬টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিলো চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার চট্টগ্রাম নগর ও উপজেলা মিলে মোট ৩৯টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিদর্শণ করা হয়েছে। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

নতুন যে ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে তার মধ্যে লোহাগাড়া উপজেলায় একটি এবং বাকি ৫টি চট্টগ্রাম নগরের।

বন্ধ করে দেওয়া নগরীর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মোহরা ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, সিটি ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নগরীর বনি হাসান চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার, ফেয়ার লাইফ ডায়াগনস্টিক সেন্টার এবং ওমেলা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের অবৈধ হাসপাতাল-ল্যাবের বিরুদ্ধে টানা তিনদিন অভিযান চালানো হয়েছে।

এ তিনদিনে চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে ১৪১টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিদর্শণ শেষে ৩৫টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে নানান অনিয়ম পাওয়া গেছে। আমরা সেগুলো প্রাথমিকভাবে সিলগালা করে দিয়েছি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর