chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ, একদিনে রোগীর সংখ্যা বেড়ে ১৭৬

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম দিন দিন বেড়ে চলছে ডায়রিয়া প্রকোপ একদিনে আরও ১৭৬ জন ডায়রিয়া রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। 

তীব্র দাবদাহে শহরের ধুলাবালি রাস্তার পাশের খাবারের দোকানগুলো থেকে ভাজাপোড়া খাদ্য গ্রহণ করার কারণে ফুড পয়জনিং ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

১৪টি উপজেলায় ১০৮, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৮ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ২০ রোগী ভর্তি হয়েছেন।

গত আট মাসে জেলার ১৫টি উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন তথ্য অনুযায়ী ‌‘গত ২৪ ঘণ্টায় জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে চার, সীতাকুণ্ডে ৯, সন্দ্বীপে এক, ফটিকছড়িতে চার, হাটহাজারীতে সাত, রাউজানে ছয়, রাঙ্গুনিয়ায় ৯, বোয়ালখালীতে আট, আনোয়ারায় ও পটিয়ায় ১২ জন করে, বাঁশখালীতে ১৫, চন্দনাইশে ৯, সাতকানিয়ায় সাত ও লোহাগাড়ায় পাঁচ জন নতুন রোগী হয়েছেন।’

জানা যায়, গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত এক মাসে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৪৯ জন। গত সাত দিনে ভর্তি হয়েছেন ৫৩৫ জন। তবে এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালগুলোতে কেউ মারা যাননি।’

চখ/জুইম

এই বিভাগের আরও খবর