chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘন্টায় নতুন এক জনের মৃত্যু : শনাক্ত ২১৪

জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩২৪ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া গেল ২৪ ঘন্টা সময়ে দেশে নতুন আরও ২১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনে।

আজ বুধবার (৩১ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হত ২৪ ঘন্টায় ৪ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২০ শতাংশ। এসময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর