chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে অস্ত্রের কারখানা থেকে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বাঁশখালীতে উদ্ধারকৃত অস্ত্র

বুধবার (৩১ আগস্ট) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আটককৃত- জাকির হোসেন ওই এলাকার আদর্শ গ্রামের মৌলভী নুরুল হুদার ছেলে।

তিনি জানান, অস্ত্র কারখানাটিতে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র বানানো হতো। একেকটি অস্ত্র তৈরির জন্য অস্ত্রের ১০ থেকে ৩০ হাজার টাকা নিতো তারা । দীর্ঘ ৭/৮ বছর যাবত আটক জাকির এই পেশার সঙ্গে জড়িত। জাকির সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো। ৩০ আগস্ট মঙ্গলবার চাম্বল ইউনিয়নের চাম্বল নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

-চট্টলার খবর/ইফতেখার

এই বিভাগের আরও খবর