chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শেষ সোভিয়েত নেতা গর্বাচেভ আর নেই

ডেস্ক নিউজ: সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালকে উদ্ধৃত করে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুরুতর ও দীর্ঘকালীন অসুখে ভুগে মিখাইল গর্বাচেভ আজ মারা গেলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বলেন, গর্বাচেভ ‘ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন।’ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

চট্টলার খবর/মুক্তা/সাজেদা