chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে লাইসেন্স বিহীন ৬টি বেসরকারী ক্লিনিকের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান জানান, এই সময় লাইসেন্স না থাকায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টার জলদি, মিনি ল্যাব জলদি, মামনি ডায়াগনস্টিক সেন্টার জলদি, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার জলদি, ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড চাম্বল, জেনারেল হাসপাতাল চাম্বল এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

-চট্টলার খবর/ইফতেখার

এই বিভাগের আরও খবর