chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ: চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০ টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এ নিয়ে মোট ছয় দফা এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর ২৪ জুন বাড়ি ফেরেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের ১৩ নভেম্বর ৮১ দিন হাসপাতালে থেকে ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। তখন তাঁর লিভার সিরোসিস ধরা পড়েছিল। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

চট্টলার খবর/মুক্তা

এই বিভাগের আরও খবর