chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৬

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টন শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট)  এ হামলার ঘটনা ঘটেছে। শহর দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে তিনজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। হামলাকারীকে খুঁজছে পুলিশ।

এ দিকে একইদিনে দেশটির টেক্সাসের হিউস্টন শহরে হামলাকারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।

ওয়াশিংটনে একজন আমেরিকান ফুটবল লিগের খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র : এনডিটিভি

চট্টলার খবর/মুক্তা

এই বিভাগের আরও খবর