chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারের মর্টারশেলের ঘটনায় কড়া প্রতিবাদ জানাবে ঢাকা

ডেস্ক নিউজঃ বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল পড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে। রোববার (২৮ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমার থেকে মর্টারশেল পড়ার ঘটনায় পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো, যেন বাংলাদেশের ভেতরে এ ধরনের বিষয় আর না ঘটে।

মাসুদ বিন মোমেন আরও বলেন, মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটাও আমরা খতিয়ে দেখবো।

রোববার বিকেলে বান্দরবানের তমব্রু সীমান্তে একটি মর্টারশেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তমব্রু উত্তর পাড়ায় এই মর্টারশেল নিক্ষেপ করেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকায় গত এক সপ্তাহ ধরে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর