দেশে মৃত্যুহীন দিনে দুশতাধিক করোনা শনাক্ত
জাতীয় ডেস্ক : সারাদেশে গেল ২৪ ঘন্টা সময়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে।
তাছাড়া বাংলাদেশে ২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন।
আজ রবিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টা সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।
তাছাড়া গেল ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ।
এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
চখ/আর এস