যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে গোলাগুলিতে আহত তিন ডাচ সেনা
ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস শহরের একটি হোটেলের বাইরে গোলাগুলিতে তিন ডাচ সেনা আহত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) মধ্য রাতে ইন্ডিয়ানাপোলিসের এন্টারটেনমেন্ট জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একজন সৈন্যের অবস্থা গুরুতর এবং অন্য দু’জন স্থিতিশীল। অন্যদিকে ইন্ডিয়ানাপোলিস পুলিশ জানিয়েছে, দুই সৈন্যের অবস্থা গুরুতর এবং তৃতীয়জন স্থিতিশীল।
মন্ত্রণালয় জানিয়েছে, আহত তিন সৈন্য ডাচ কমান্ডো কর্পসের ছিল এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে গিয়েছিলো। গুলির ঘটনার সময় তারা হোটেলের সামনে তাদের অবসর সময় কাটাছিলেন।
ইন্ডিয়ানাপোলিস পুলিশ বলেছে, তারা বিশ্বাস করে যে তিন ভুক্তভোগী এবং অন্য কোনো ব্যক্তি বা লোকজনের মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে গুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভুক্তভোগীদের পরিবারকে জানানো হয়েছে এবং ইন্ডিয়ানাপলিস পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
চট্টলার খবর/মুক্তা