chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে গভীরে মাছ ধরে ফেরার পথে ডাকাতি,৪০ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদকঃবঙ্গোপসাগরে গভীরে মাছ ধরে ফেরার পথে ট্রলারে হানা দিয়ে কোটি টাকার ইলিশ মাছ নিয়ে গেছে ডাকাতরা।

গতকাল (২৬ আগস্ট) শুক্রবার রাত সাড়ে ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত গভীর সাগরে মাছ ধরে ফেরার পথে হাতিয়ার নিকটবর্তী কালিরচরে এই ঘটনা ঘটে।

ফিশারিঘাট মৎস্য সমবায় সমিতির সভাপতি বাবুল সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।

তিনি জানান, ‘ পাঁচদিন মাছ ধরার পর গভীর সমুদ্রে শুক্রবার রাতে ঘাটে ফিরছিলো জেলারা। এসময় নয়টি ট্রলার আটকে প্রায় ৫০ হাজার মাছসহ মোবাইল, টাকা পয়সা সব ছিনিয়ে নেয় ডাকাতরা৷ হাতিয়া ও সন্দীপের মাঝামাঝি কালিরচর এলাকায় ডাকাতি হওয়া এসব ইলিশ মাছের দাম অন্তত কোটি টাকা দাবি জেলেদের।’

তিনি আরও বলেন, ডাকাতরা ইঞ্জিন বিকল করে ডিজেল নিয়ে যায়। নয়টি ট্রলার মধ্য ঘাটে, সাতটি এসেছ বাকী দুটা আসতে পারেনি। প্রতিটি বোটে মাঝি মাল্লা সহ ২১ জন জেলে থাকে, সেই হিসেবে দুই বোটে ৪০ থেকে ৪২ জন জেলে থাকতে পারে।

এবিষয়টা কোস্ট গার্ড, র্যাব ও নৌ-পুলিশকে জানাতে চাইলে তিনি বলেন গত ৫ বছরে বঙ্গোপসাগরে এমন বড় ডাকাতি হয়নি বলেও জানান তিনি। কোস্ট গার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম ডাকাতির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

জুইম/আরাফ/চখ

এই বিভাগের আরও খবর