chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় কবির প্রয়াণ দিবসে টিভিতে বিশেষ অনুষ্ঠান

ডেস্ক নিউজ: জাতীয় কবি নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে টেলিভিশন চ্যানেলেগুলোতে সম্প্রচারিত হবে জাতীয় কবির লেখা গল্প, উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ও সিনেমা।

শনিবার (২৭ আগস্ট) বিটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। নজরুলের লেখা মূল গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলমসহ আরও অনেকে।

চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের লেখা গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘মেহের নিগার’। সিনেমাটি পরিচালনা করেছেন মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র, রিনা খান, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও নাসরিন।

মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে জাতীয় কবির লেখা গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’। রুশো রকিবের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শর্মী মালা, শাহাদাত, নাজিরা মৌ ।

আরটিভিতে বিকাল ৫টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেহের নিগার’। মূল গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন শ্রাবণী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার।

মআ/চখ