মিরসরাইয়ে পানিতে ডুবে মারা গেছে ৮ বছরের শিশু
চট্টলা ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পুকুরের পানিতে ডুবে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ইউনিয়নের কচুয়া গ্রামের জামাল উল্লাহ পোস্ট মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটছে।
মারা যাওয়া শিশুটির নাম ফারহান ইসলাম পাভেল। সে ওই বাড়ির ফখরুল ইসলাম টিপুর ছেলে।
কচুয়া এলাকার বাসিন্দা ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল বলেন, আমার পাশের বাড়ি টিপুর স্ত্রী গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে যান। বাড়িতে তার শাশুড়ির কাছে ছেলে পাভেলকে রেখে গেছেন।
তিনি ওইদিন ফেরেননি, শুক্রবার বাড়ি আসার কথা। শুক্রবার সকালে পাভেল কোথায় চলে যায়। অনেকক্ষণ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
চখ/আর এস