chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ নগরের পূর্ব বাকলিয়ার রাজাখালী রোড একালায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিড টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে পাওনা টাকা আদায়ে  আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ শুরু করেন তারা।

কারখানার শ্রকিক শাহিন বলেন, আমাদের তিন মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। আমরা এখন কিভাবে সংসার চালাবো? আমাদের পাওনা পরিশোধ না করলে আমরা রাস্তা থেকে সরবো না।

শিল্প পুলিশের এএসপি সেলিম নেওয়াজ  বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসব প্রতিষ্ঠানে মোট ৮০০ জন শ্রমিক কর্মরত আছে। তবে বকেয়া বেতন পরিশোধ না করেই  আজ সকালে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ।নগরের পূর্ব বাকলিয়ার রাজাখালী রোড একালায় নিড টেক্স লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটির মালিক রিয়াজ ওয়াজের তার মালিকানাধীন পাঁচটি ওভেন ও পাঁচটি নিট পোশাকের কারখানা রয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর