chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জঙ্গল সেলিমপুরে প্রসাশনের কঠোর তৎপরতা পর্যবেক্ষন করা হচ্ছে স্থানীয়দের গতিবিধি

নিজস্ব প্রতিবেদকঃ এবার আটঘাটবেধে নেমেছে প্রশাসন কঠোর নজরদারিতে জঙ্গল সলিমপুর। সিসিটিভি ক্যামেরা বসানোর পর থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে রাতদিন।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালিত করেন।

এসময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৮টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করেন ।

জানা গেছে, জঙ্গল সলিমপুর প্রবেশকারী সন্দেহভাজন প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়। বহিরাগতদের সলিমপুর প্রবেশে বাধা দেওয়া হয়।

এদিকে গতরাতে অভিযান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)বলেন, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা প্রতিরোধে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে চেষ্টা করছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সরকারের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে যেন আর কোনও অবৈধ বসতি গড়ে না উঠে এই ব্যাপারে আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

চখ/জুইম/ইস

এই বিভাগের আরও খবর