chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেনারসের রাস্তায় মিঠুন-দেবের কাণ্ড ভাইরাল

ডেস্ক নিউজ: ভারতীয় বাংলার দুই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দীপক অধিকারী দেব। নতুন ছবি ‘প্রজাপতি’তে এবার এক সঙ্গে দেখা যাবে দুই সুপারস্টারকে।

বেনারসের রাস্তায় মিঠুন আর দেবের কাণ্ড দেখে অবাক সবাই। কখনো রিকশা চড়ছেন, কখনো রিকশা টানছেন, আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে লাচ্ছি খাচ্ছেন। আর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এমন অদ্ভুত কাণ্ড দেখে অবাক ভক্তরা।

কয়েক মাস আগে কলকাতার কিছু জায়গায় এই ছবির শুটিং হয়েছে। ছবির প্রয়োজনে তাদের যেতে হয়েছিল বারানসীতেও। সেখানের রাস্তায় নানা মুডে দেখা গেছে টালিউডের সুপারস্টার দেব আর সিনেমার মহাগুরু মিঠুন চক্রবর্তীকে।

ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেব মিঠুনের সাধারনদের মতো আচরণও ভক্তদের মন ছুঁয়ে গেছে।

প্রজাপতি ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে দেব মিঠুনকে। তাদের কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির গল্প।

পরিচালক অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে আরও রয়েছেন মমতা শংকর। দীর্ঘ ৪৬ বছর পর বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী আর মমতা শংকরকে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর