chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারও আসছে জেমসের নতুন গান

ডেস্ক নিউজঃ কয়েক মাসের ব্যবধানে আবার আসছে জেমসের গান। এ দেশের শ্রোতাদের নিকট জেমস এক উন্মাদনার নাম। জেমসকে পেলেই যেন উন্মাদনায় মেতে ওঠে দুষতু ছেলের দল।

জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে।

এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে প্রচারণা শুরু হয়ে গেছে।
মাহফুজ আনাম জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানাচ্ছেন, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাস খানেক সময় লাগবে। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত জানাবেন।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর