chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টপলেস পোশাক কাণ্ডে ক্ষমা চাইলেন ফিনিশ প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের বাসভবনে টপলেস হওয়া নারীদের পরিচয় জানা গেছে। যে দুই নারী টপলেস অবস্থায় চুম্বন করেছেন, তাদের একজন টিভি তারকা সাবিনা সার্ক্কা এবং কবি নাটালিয়া ক্যালিও। 

ইনস্টাগ্রামে এক পোস্টে সাবিনা লিখেছেন, ‘ওই ছবির জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। ‘ টপলেস ছবিকাণ্ডে ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিজেও। সান্না মারিন ‘ছবিটি উপযুক্ত নয়’ স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন।

 

সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাকে মাদক পরীক্ষাও করতে হয়েছে।

গত সোমবার ফিনিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকারি বাসভবনে পার্টিটি জুলাই মাসে রুইসরক সংগীত উৎসবের পরে হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিদের ব্যবহৃত নিচতলার টয়লেটে ছবিটি তোলা হয়েছে।

সান্না মারিন বলেন, আমরা সাঁতার কেটেছি এবং একসঙ্গে সময় কাটিয়েছি। তবে এ ধরনের ছবি তোলা উচিত ছিল না।২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর