chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক : সারাদেশে গেল ২৪ ঘন্টা সময়ে প্রাণঘাতী করোনার বিষে আক্রান্ত হয়ে নতুন তিনজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৯ জনে দাড়িয়েছে।

তাছাড়া গত ২৪ ঘন্টা সময়ে সারাদেশে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনে।

আজ বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ ও চার হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ১৬৭ জনের শরীরে করোনার বিষ ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ। দেশে এখন এক কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর