সীতাকুন্ডে জ্বালানী তেলসহ ২ চোরাকারবারী আটক
নিজস্ব প্রতিবেদকঃ গ্রামের সীতাকুন্ড উপজেলা থেকে ২ চোরাকারবারীকে ৬হাজার ৬শ’লিটার চুরি করা জ্বালানী তেল এবং তেল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দসহ আটক করা হয়।উদ্ধারকৃত জ্বালানী তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- -ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়ার মৃত আব্দুল গনির ছেলে রাজিব হোসেন (২২) এবং লক্ষীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো কবির(২৬) ।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃতদের সাথে থাকা ৬হাজার ৬শ’লিটার চুরি করা জ্বালানী তেল উদ্ধারসহ তাদের আটক করা হয়। এসময় তেল বহনকারী ট্রাক দুটিও জব্দ করা হয়। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
-আইএইচ/চখ