chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশের ৬১ জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

জাতীয় ডেস্ক : দেশের ৬১ জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ। আজ মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট নেওয়া হবে ১৭ অক্টোবর।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে দেশে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।

পাঁচ বছরের মেয়াদ শেষে গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর ১০ দিন পর ২৭ এপ্রিল সরকার জেলা পরিষদে সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

এর আগে ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করে। ফলে সব কটিতে চেয়ারম্যান হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলার চেয়ারম্যান হন। ১৩ জেলায় স্বতন্ত্র হিসেবে যারা জয়ী হন তারাও আওয়ামী লীগের নেতা। এ ছাড়া ২১ জেলায় আওয়ামী লীগের নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরবর্তী সময়ে আরও দুই জেলায় ভোট হয়।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শো আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর