chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে জিপিওর তিন কর্মচারী কারাগারে

ডেস্ক নিউজঃ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) তিন কর্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন আসামি হলেন- পোস্টাল অপারেটর মো. জয়নাল আবেদীন , মো. কবির আহমেদ (৪৫) ও মো. হাসান (৪৭)। উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন মামলার অপর দুই আসামি চট্টগ্রাম জিপিওর তৎকালীন সঞ্চয় শাখার সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ (৫৪) ও পোস্টাল অপারেটর সরওয়ার আলম খান (৫৩)।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন,চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে।আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানা যায় ।

-আইএইচ/চখ

এই বিভাগের আরও খবর