chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪১ রোগী হাসপাতালে ভর্তি

চট্টলার ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭২ জন সুস্থ হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

তবে এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ।

আক্রান্তদের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা ও আশেপাশের এলাকার বাসিন্দা বেশি।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৩৪১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৫ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন,গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে থেকে ৮১ জনের নমুনা নিয়ে পরীক্ষা করে ৩৬ জনের কলেরার জীবাণু পাওয়া গেছে। ডায়রিয়া আক্রান্ত অধিকাংশ রোগী দুই-একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। চট্টগ্রামের ১৫ টি উপজেলায় ডায়রিয়া রোগের চিকিৎসার জন্য ২৮৪ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর