chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত বেড়ে ১৭৩

জাতীয় ডেস্ক : সারাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৩১৫ জনে অপরিবর্তিত থাকল।

তবে আগের দিনের চেয়ে গেল ২৪ ঘন্টা সময়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন সারাদেশে একশ জনের করোনা শনাক্ত হলেও একদিনে বেড়ে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৭৬ শতাংশ। নতুন ১৭৩ জনসহ দেশে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে।

আজ রবিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৭২ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর