chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য ওজু করতে পুকুরে গিয়ে পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদ্রাসার পুকুর থেকে এ দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দিনমজুর খোন্দকার পাড়া গ্রামের মো. শফির ছেলে মো. হাসান (৮) ও তার ভাই মো. হোসাইন (৬)।

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন ইমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি জানান, দুই সহোদর ভাই শুক্রবার সন্ধ্যার দিকে মাদরাসা সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান।

রাত ৯টা বেঁজে গেলেও দুই শিশু সন্তান বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজে পিতা শফি মসজিদে যান। সেখানে গিয়ে জানতে পারেন ছেলেরা মসজিদে যায়নি।

এতে সন্দেহ হলে মাদ্রাসার পুকুরে ছুটে যায় শফি। এসময় বড় ছেলে হাসানের নিথর দেহ দেখতে পায়, পরে পানিতে জাল টেনে ছোট ছেলে হোসাইনের নিথর দেহও খুঁজে পাওয়া যায়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর