চমেক হাসপাতালে চোর চক্রের ২জন আটক
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২জন চোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চমেক হাসপাতালের ষষ্ঠ তলা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সীতাকুন্ডের জোরারগঞ্জ থানার রাজা মিয়া মিস্ত্রীর বাড়ীর বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রঃ তুহিন (৩২) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকার মনিকুড়া উত্তর বাজারের মোঃ শওকতের ছেলে মোঃ সৌরভ (২৮) বর্তমানে তারা উভয়ই চট্টগ্রাম নগরে অস্থায়ীভাবে বসবাস করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই নুরুল আলম আশেক চট্টলার খবরকে বলেন, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে অভিযান চালিয়ে ২জন কথিত দালাল ও চোর চক্রের সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের রেকর্ড দেখে জানা যায় তাদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, চুরি সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
-আইএইচ/চখ