রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে কাসেমিরো
ডেস্ক নিউজঃ বিশ্বকাপের আগে সেরা একাদশে থাকতে ম্যানইউতে যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছেন ৩০ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার । তার ইচ্ছাকে সম্মান জানিয়ে রাজি রিয়ালও। ৬০ মিলিয়ন ইউরোর সঙ্গে নানা শর্তে ট্রান্সফার ফির অঙ্কটা পৌঁছালো ৭০ মিলিয়ন ইউরোয়।
আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেছে, এখন অপেক্ষা শুধু স্বাস্থ্য পরীক্ষার। কাসেমিরোর রিয়াল ছাড়ার বিষয়ে কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। ক্লাবও বুঝতে পেরেছে বিষয়টা। এরপর আমরা কেবল ওকে শুভ কামনাই জানাতে পারি। ’
রিয়ালে কাসেমিরোর সাপ্তাহিক বেতন ছিল এক লাখ ২০ হাজার ইউরো। সেখানে ম্যানইউতে পাবেন তিন লাখ ৫০ হাজার পাউন্ড। গত সাত বছরে রিয়ালের জার্সিতে তিনি জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা আর তিনটি করে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ আর একটি কোপা দেল রে। কাসেমিরো চলে গেলে রিয়াল কিনতে পারে নিউক্যাসলে খেলা ‘নতুন কাসেমিরো’ খ্যাত ব্রাজিলিয়ান ব্রুনো গুইমারায়েসকে।
ইহ/চখ