chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে আট মাস বয়সী এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ আগষ্ট) বিকেল সোয়া ৩টার সময় উপজেলার কদলপুর ইউনিয়নস্থ মীর বাগিছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির নাম আহান চৌধুরী। সে উপজেলা পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হোসেনের ছেলে।

নিহত শিশু আহান চৌধুরী স্বজন জসিম উদ্দিন জানান, আজ বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের কোলে চড়ে আহান পুকুর ঘাটে যায়। ঘাট থেকে হঠাৎ করে শিশুটি পুকুরে পড়ে যায়। অন্যান্য শিশুদের চিৎকার শুনে স্বজনরা এসে পুকুর থেকে আহানকে উদ্ধার করে।

পরে স্থান গহিরা জে.কে মোমেরোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর