chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে দুটি মাছ ধরা ট্রলার ডুবি: ১৪ জেলে উদ্ধার

বিভাগীয় ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশের অন্য একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহেল ও সুজনের বাড়ি পটুয়াখালীর মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে।

আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এফবি সোহেল ট্রলারের মালিক সোহেল মিয়া জানান, আকস্মিক ঝড়ে আমার ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ভাগ্য ভালো পাশে এফবি শাহাদৎ ট্রলারটি ছিলো। তাৎক্ষনিক আমি সহ আমার ট্রলারের সকল জেলেকে ওই ট্রলারের জেলেরা উদ্ধার করেছে।

এফবি সুজন ট্রলারের মালিক সুজন মিয়া জানান, আমার ট্রলারের সকল জেলে উদ্ধার হয়েছে। এখন আমরা অপর তিনটি ট্রলারের সাহায্যে তীরে নিয়ে আসার চেষ্টা করতেছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর