chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকে হাজতির মৃত্যু

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ইউসুফ (৬০) নামে এক হাজতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুধবার (১৭ আগস্ট) হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানা যায়।

কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা সিকদার বাড়ির মৌলভী নুরুল হকের ছেলে মো. ইউসুফ।

কারাগার সূত্রে জানা যায়, ১২ এপ্রিল পাহাড়তলী থানার নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত কারাগারে পাঠানোর পর। গত ১১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। হাসপাতালের ১০ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ নামে এক হাজতির মৃত্যু হলে পরবর্তীতে তার মরদেহ পরিবারের কাছে তার হস্তান্তর করা হয়।

-আইএইচ/চখ

এই বিভাগের আরও খবর